কৌশিক চ্যাটার্জি , দিল্লি : ২৪ বছর পর কংগ্রেস সভাপতি নির্বাচন করেছে, দুই প্রার্থী এই নির্বাচনে লড়াই করেছেন, একজন হলেন মল্লিকার্জুন খড়গে...
কৌশিক চ্যাটার্জি , দিল্লি : ২৪ বছর পর কংগ্রেস সভাপতি নির্বাচন করেছে, দুই প্রার্থী এই নির্বাচনে লড়াই করেছেন, একজন হলেন মল্লিকার্জুন খড়গে এবং শশী থারুর।
বিজেপি একাধিকবার সংসদে বলেছে - কংগ্রেস পারিবারিক দল, কিন্তু কর্নাটকের বিদারের গরিব দলিত পরিবারের সন্তান, সাধারণ কারখানার কর্মীর পুত্র, শ্রমিক রাজনীতি করে উঠে আসা মল্লিকার্জুন খড়গেকে সভাপতির আসনে বসিয়ে এ বার কংগ্রেস নেতৃত্ব বিজেপি’র পরিবারতন্ত্র ও গান্ধী পরিবারকে আক্রমণের তির অনেকটাই ভোঁতা করে দিল। খড়গে বলেন, ‘‘আমরা সংগঠনকে শক্তিশালী করব। অন্যান্য চ্যালেঞ্জের সঙ্গেও লড়ব।’’ কংগ্রেস নেতাদের আশা, সংগঠনের ব্লক স্তর থেকে উঠে আসার খড়গে’র অভিজ্ঞতা সংগঠনে কাজে লাগবে।
সামনেই গুজরাত, হিমাচল প্রদেশের নির্বাচন। আগামী বছর রাজস্থান, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো বড় রাজ্যে নির্বাচন। লোকসভা নির্বাচনের দেড় বছর বাকি। কংগ্রেসের সকলেই একমত, সংগঠনকে ফের চাঙ্গা করাই খড়গে’র সবথেকে কঠিন চ্যালেঞ্জ।পুরো খবরটি দেখতে নীচের ভিডিওতে ক্লিক করুনঃ
Host: Koushik Chatterjee Editing: Sanjoy Kr Dutta Concept & Direction: Koushik Chatterjeeর্ Advisor: Jayanta Mukherjee



COMMENTS